সিমিলার ওয়েব (Similar Web): যেকোন ওয়েবসাইটের ট্রাফিক রির্পোট চেক করুন
যেকোন ওয়েবসাইটের ট্রাফিক রির্পোট চেক করা বা পরিমাপ করা গুরুত্বর্পুন বিষয় যেকোন অনলাইন প্রফেসনাল বা অনলাইন বিজনেস ধারীদের জন্য গুরত্বর্পূন। ট্রাফিক এনাইলাইসিস এর জন্য সবচেয়ে ভালো গুগল এনালাইটিকস। কিন্তু এটা শুধু মাত্র ওয়েবসাইট সত্বাধীকারীদের জন্য। আপনি চাইলেও আপনার কম্পিটিটরের ট্রাফিক পরিমাপ করতে পারবেন না। আর কম্পিটিটর এনালাইসিস করতে হলে অবশ্যই আপনার জানা উচিৎ আপনার প্রতিযোগীর ট্রাফিক এবং এর র্সোস।
ফ্রি ট্রাফিক পরিমাপ করার জন্য বিভিন্ন টুলস আছে কিন্তু আমার কাচে সিমিলার ওয়েব সবচেয়ে ভালো টুল মনে হয়েছে। সিমিলার ওয়েব মোটামুটি সঠিক আইডিয়া দিয়ে থাকে।
সিমিলার ওয়েব (Similar Web) টুলস যেসব ক্ষেত্রে সাহায্য করে:
১. যে কোন ওয়েবসাইটের ট্রাফিক রির্পোট চেক করতে পারবেন।
২. ট্রাফিক লোকেশন দেখতে পারবেন।
৩. অর্গানিক কিওর্য়াড এবং পেইড কিওর্য়াড লিষ্ট সো করে।
৪. সোসাল মিডিয়ার ট্রাফিক স্টাটাস চেক করতে পারবেন।
কিভাবে সিমিলার ওয়েব (Similar Web) টুলস ইনস্টল করবেন?
গুগুল ক্রোমের জন্য এখানে ক্লিক করুন,
মজিলা ফায়ার ফক্সের জন্য এখানে ক্লিক করুন।
এখন ব্রাউজার এক্সেটেনশনটি ইনস্টল করে নিন। এখন যে ওয়েবসাইটের রির্পোট চেক করতে চান সেই ওয়েবসাইটে ব্রাউজ করা অবস্থায় সিমিলার ওয়েব (Similar Web) এর এক্সেটেনশনটিতে ক্লিক করুন আর রির্পোট চেক করুন অনায়াসে।
nice article sir.
Thank you so much!
helpful article for us.
Its very important for a SEO expert. Thank you sir
অসংখ্য ধন্যবাদ ভাই। এমন একটা সাইড বানানোর জন্য। আশা করি অনেকেই উপকৃত হবে।
দোয়া রাখবেন!